Home সারাদেশ পঞ্চগড়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

পঞ্চগড়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

by Shohag Ferdaus
আদালত

পঞ্চগড়ে অনুমোদনহীন ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি ভাটা গুঁড়িয়ে দেয়াসহ ছয় ভাটা মালিককে মোট ৩১ লাখ টাকা জরিমানা করা হয়।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডিওবি এবং এসআরবি নামের দুই ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ দুই মালিককে পাঁচ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ইউনিয়নের এলআরবি ও এসএসবি ভাটা মালিককে পাঁচ লাখ করে ১০ লাখ এবং বোদা সদর ইউনিয়নের ডিবি ইটভাটাকে ৬ লাখ ও এমএমএল ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদফতরের রংপুর জেলার উপ-পরিচালক মেজবাবুল আলম, সহপরিচালক ফারুক হোসেন, নমুনা সংগ্রহকারী শাহিন আলম, র‍্যাব-১৩ নীলফামারী ব্যাটলিয়নের কোম্পানি কমান্ডার (সিনিয়র এএসপি) মুন্না বিশ্বাসসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩, সংশোধিত আইন ২০১৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি এনে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর কারণে এই জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like