অবশেষে গুঞ্জনই সত্য হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য যাওয়া নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ১৭ জানুয়ারি রোববার উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসকের নিকট পৌঁছেছে।
হাইকোর্টের আদেশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের বিবেচ্য আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক আইনগত জটিলতা নিরসনের লক্ষ্যে এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বিবেচ্য আবেদনের দুটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে রিট আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ নির্বাচন কমিশনের প্রেরিত নির্বাচন স্থগিতাদেশের চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি নাটোর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রোববার আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী উমা চৌধুরী জলি, স্বতন্ত্র প্রার্থী সাজেদুল আলম খান (বুড়া চৌধুরী), বিএনপি প্রার্থী জিল্লুর রহমান খান চৌধুরী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেন।
ভয়েসটিভি/এএস