Home ধর্ম গুনাহ মাফের দোয়া

গুনাহ মাফের দোয়া

by Amir Shohel
গুনাহ মাফের দোয়া

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিমাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়া আতুবু ইলাইহি।

অর্থ : আমার মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবা করি।

উপকার : আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, কোনো লোক (শোয়ার জন্য) হয়ে তিনবার এই দোয়া পড়বে। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন, যদিও তা সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, যদিও তা গাছের পাতার মতো অসংখ্য হয়, যদিও তা টিলার বালুরাশির সমান হয়, যদিও তা দুনিয়ার দিনসমূহের সমসংখ্যক হয়। (তিরমিজি, হাদিস : ৩৩৯৭)

You may also like