Home ভিডিও সংবাদ দুর্বৃত্তের গুলিতে চা দোকানীর মৃত্যু

দুর্বৃত্তের গুলিতে চা দোকানীর মৃত্যু

by Amir Shohel

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে র্দুবৃত্তের গুলিতে চা দোকানী সুরেশ কুমার চাকমা নিহত হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত দশটার দিকে ঘিলাছড়ির রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

সুরেশ চাকমা ঘিলাছড়রি সিকল্যা পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, চা দোকানে বসে থাকা অবস্থায় সুরেশ চাকমাকে লক্ষ্য করে সিএনজি করে এসে গুলি চালায় একদল দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পার্বত্য চুক্তিবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

এদিকে, ঘটনা তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ।

ভয়েসটিভি/এএস

You may also like