Home সারাদেশ পাটগ্রামে বিএসএফের গুলিতে রাখাল নিহত

পাটগ্রামে বিএসএফের গুলিতে রাখাল নিহত

by Newsroom
ছাত্রীর সঙ্গে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে জাহিদুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন। ১৬ ডিসেম্বর বুধবার ভোরে শ্রীরামপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রাখাল জাহিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, পাটগ্রামে শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন ও ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি ব্যবসায়ীরা গরু আনতে যায়। বাংলাদেশি ৭-৮ জনের একটি দল অবৈধ অনুপ্রবেশ করে ভারতে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রাখাল জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

এতে গুলিতে আরও একজন রাখাল আহত হয় বলে একটি নির্ভরযোগ্য সুত্র দাবি করেছে। তবে আহতের পরিচয় জানা যায়নি। নিহত ওই রাখালের মরদেহ ভারতীয় অংশে দুপুর পর্যন্ত পড়ে ছিল। পরে দুপুর দেড়টার দিকে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্যে মরদেহ নিয়ে যায়।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসের নগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের পার্শ্ববর্তী সীমান্তে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

আরও পড়ুন : পাটগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

ভয়েস টিভি/এমএইচ

You may also like