Home প্রবাসী গ্রিসে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রিসে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

by Shohag Ferdaus
গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রিসের আসপোপিরগো অঞ্চল থেকে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর পরিত্যক্ত দুটি কনটেইনারে দুর্বৃত্তরা মরদেহ দুটি রেখে যায়।

জানা গেছে, দেশটি বাংলাদেশ দূতাবাস পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেছে। মৃত দু’জন হলেন- আব্দুল মমিন ও মো. শাহীন। মমিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শাহীন মিয়া একই গ্রামের নূর হোসেনের ছেলে।

গ্রিসে বসবাসরত প্রবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আসপোগিরগো এলাকায় পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। সম্প্রতি মমিনের সঙ্গে কাজে যোগ দেন শাহীনও।

সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে।

হত্যাকারীদের খুঁজতে গ্রিসের পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর +৩০৬৯৪৬৪০৭১০৩

ভয়েস টিভি/এসএফ

You may also like