Home সারাদেশ ১২ জেলেকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে জলদস্যুরা

১২ জেলেকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে জলদস্যুরা

by Mesbah Mukul

বঙ্গোপসাগরে ট্রলারে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ-পশ্চিমের মান্দারবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসা মিয়া পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে গুলিতে আহত হয়েছেন। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানায় থাকা ‘এফবি বাবুল’ নামে একটি ট্রলারে ১২ জন জেলে মঙ্গলবার রাতে সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন। মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ৯টার দিকে হঠাৎ ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র জলদস্যু তাদের ওপর হামলা করে। এ সময় ওই ট্রলারে থাকা মাছ ও রসদসহ সবকিছু লুট করে নিয়ে যায় তারা। পরে ১২ জেলেকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে জলদস্যুরা। এ সময় মুসা মিয়া নামে এক জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলা শেষ করে জলদস্যু বাহিনী ‌দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই ট্রলারের মাঝি ও মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী আরও বলেন, ওই জলদস্যু বাহিনী সাতক্ষীরা অঞ্চলের হতে পারে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, আমরা এমন একটি খবর শুনেছি। সেখানে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে মাছ ধরার ট্রলার থেকে ইয়াবা উদ্ধার

ভয়েসটিভি/এমএম

You may also like