Home সারাদেশ গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

by Shohag Ferdaus
ছাত্রীর সঙ্গে

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী সবুজ পলাতক রয়েছেন। ১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ।

এর আগে ১৬ সেপ্টম্বর দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার খোকনের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তারা ওই এলাকায় প্রায় এক বছর যাবৎ ভাড়া থাকতেন। নিহতের স্বামী পলাতক সবুজেরও বিস্তারিত পরিচয় জানাতে পারে নি পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে গভীর রাতে আশুলিয়ার ওই এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সবুজ পলাতক রয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে স্বামীর পরিচয় শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like