Home সারাদেশ বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

by Shohag Ferdaus
নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎপৃষ্টে ছকিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রামের আক্তার হোসেনর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছকিনা আক্তার উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেনের স্ত্রী এবং এক সন্তানের জননী।

স্থানীয়রা জানান, গৃহবধূ ছকিনা খাতুন গত কয়েক দিন আগে উপজেলার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বৃহস্পতিবার সকালে বড় বোন আজিমা খাতুনের প্রতিবেশি ইউসুফ সরদার গাছ কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আজিমা খাতুনের ঘরের চালে পড়লে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে রান্না করার সময় ঘরের টিনের বেড়ায় হাত লেগে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছকিনা খাতুন মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like