Home সারাদেশ গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

by Newsroom
র‌্যাবের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের ঘটনা বর্ণনা করে ধারণকৃত একটি ভিডিও ওই গৃহবধূ সোস্যাল মিডিয়ায় প্রকাশ করলে ৯ অক্টোবর শুক্রবার বিকেলে তার স্বামী জয়নাল আবেদিনকে গ্রেফতার করে পুলিশ।

জয়নাল উপজেলার চরক্লার্ক গ্রামের মৃত মনির আহম্মেদের ছেলে।

ভিডিও চিত্রে ভুক্তভোগী গৃহবধূ জানান, ২০১৫ সালে জয়নাল আবেদিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামীর দুটি সন্তানসহ আরো একটি স্ত্রী রয়েছে। বিয়ের তিন মাস পর থেকে এ পর্যন্ত তার কাছ থেকে ৮০ হাজার টাকা নেন জয়নাল। এছাড়াও গত এক বছর ধরে যৌতুকের দাবিতে জয়নাল ও তার ভাই মাঈন উদ্দিন, জসিম উদ্দিন, মাঈন উদ্দিনের ছেলে তারেক মানসিক নির্যাতন করছিলেন।
তিনি আরো জানান, বেশ কয়েকদিন আগে থেকে জয়নালে পরিচিত লোকের সঙ্গে টাকার বিনিময়ে রাত কাটাতে বললে রাজি না হওয়ায় তাকে চরম নির্যাতন করেন। গত ৫ অক্টোবর যৌতুকের জন্যে তার স্বামী তাকে মারধর করে। পরে  গত ৭ অক্টোবর তার মা স্বামীর বাড়ি থেকে নিয়ে আসতে যায়। এসময় তার মা ও তাকে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে কৌশলে তারা পালিয়ে এসে ওইদিনই চরজব্বার থানায় ৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করে। মামলা তুলে নিতে আসামীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

লিখিত অভিযোগ দায়েরের ৭২ ঘন্টা পর আসামীদের গ্রেফতার না করায় ঘটনার বর্ণনা দিয়ে ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে ওই নারী। এরপর পুলিশ শুক্রবার বিকেলে তার স্বামী জয়নালকে গ্রেফতারর করে।

চরজব্বার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, অভিযোগ ৭ অক্টেবর করা হলেও কিছু ভুল থাকায় শুক্রবার তা সংশোধন করে মামলা রেকর্ড করা হয়। বিকেলে অভিযুক্ত আসামি জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like