Home খেলার খবর প্রথম ম্যাচেই গেইলের বাজিমাত

প্রথম ম্যাচেই গেইলের বাজিমাত

by Shohag Ferdaus
জয়

উত্তেজনাপূর্ণ ম্যাচে বয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১৫ অক্টোবর রাতে আবুধাবির সারজাহ স্টেডিয়ামে গেইলের উপস্থিতিই যেন পাঞ্জাবকে শক্তি যুগিয়েছে। এদিন মাঠে নামেন গেইলও। তার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে উড়ে যায় কোহলির ব্যাঙ্গালোর।

ব্যাঙ্গালোরের ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত খেলতে হয় পাঞ্জাবকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ ইউকেট হারিয়ে ব্যাঙ্গালোরের সংগ্রহ ১৭১ রান। নিয়ন্ত্রিত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশি করতে দেননি কিংস ইলেভেন বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এদিন টস জিতে শারজার ছোট মাঠে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। রয়্যাল ওপেনাররা শুরুটাও ভালো করেছিলেন। ৪.১ ওভারে ৩৮ রান তোলার পর আউট হন দেবদূত পারিক্কল। ব্যক্তিগত ১৮ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার অ্যারন ফিঞ্চ ২০ রান করে ডাগ-আউটে ফেরেন। কোহলি দারুণ ব্যাটিং করেন। কিন্তু হাফ-সেঞ্চুরির ঠিক আগেই রয়্যাল ক্যাপ্টেেনকে ডাগ-আউটে ফেরান মহম্মদ শামি। ৩৯ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেন কোহলি।

একই ওভারে ফর্মে থাকা এবি ডি’ভিলিয়ার্সকে আউট করে পঞ্জাবকে ম্যাচ ফেরান শামি। বিরাটের ঠিক দু’ বল আগে ডি’ভিলিয়ার্সকে আউট করেন তিনি। এদিন ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ২ রান করে আউট হন এবি। তার আগে ব্যাট করেত নামেন ওয়াশিংটন সুন্দর ও শিভম মাভি। সুন্দর ১৩ ও মাভি ২৩ রান করেন।

১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো করে পাঞ্জাব। ৭৮ রানে বোল্ড হন মায়াঙ্ক আগারওয়াল। এর আগে তিনি ২৫ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। এরপরেই নামেন ক্রিস গেইল। পরে ক্রিস গেইল এবং কে এল রাহুলের ব্যাট ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। এবারের আইপএলে ক্রিস গেইলের প্রথম ম্যাচেই করেন ৫৩ রান। আর কে এল রাহুল করেন ৬২ রান।

আরও পড়ুন: উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতার নাটকীয় জয়

ভয়েস টিভি/এসএফ

You may also like