Home সারাদেশ গেটম্যান ঘুমিয়ে থাকায় জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২

গেটম্যান ঘুমিয়ে থাকায় জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২

by Newsroom
গেটম্যান

গেটম্যান ঘুমিয়ে থাকায় জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এতে অন্তত আরো ১০ জন আহত হয়। ১৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির।

দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল এবং পুরানাপৈল রেলক্রসিংয়ের গেটম্যান ঘুমাচ্ছিলেন বলে দাবি করেন পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাঁচবিবি যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।

এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে অহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত হন অন্তত ১০ জন।এরা সবাই বাসের যাত্রী বলে জানা গেছে।

নিহত ১২ জনের মধ্যে বাসটির হেলপারের পরিচয় পাওয়া যায়নি। বাকি ১১জন হলেন, শহরের চিত্রাপাড়ার মৃত মোণ্ডা আলীর ছেলে রেজাউল করিম (৬০), জেলার পাঁচবিবির আটুল গ্রামের আলতাব হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন বাবু (৩০), আরিফুর রহমান রাব্বি (১৮), আটাপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম নাসিম (২৮), সদরের হিচমী দক্ষিনপাড়ার মৃত মানিক হোসেনের ছেলে রমজান আলী (৩৬), কুঠিবাড়ীর শরিফুল ইসলামের ছেলে আ. লতিফ (২৯), আক্কেলপুরের চকবিলা গ্রামের দুদু কাজির ছেলে সাজু মিয়া (২৬), ক্ষেতলালের ইটাখোলার মংলার ছেলে সুমন (৩৫), নওগাঁর রানীগগরের বিজয়কান্দির গ্রামের গোড়া মিয়ার ছেলে বাবু (৫৫), টাঙ্গাইলের ভূয়াপুরের মাটিকাটা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জুলহাস (৬০)।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সারোয়ার হোসেন জানান, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনটির ছয়টি চাকা লাইনচ্যুত হওয়ায় কিছুদূর গিয়ে সেটি থেমে যায়। ফলে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন : জয়পুরহাটে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ভয়েস টিভি/এমএইচ

You may also like