Home সারাদেশ আদালত ভবনে ২১ গোখরা, মেজে খুঁড়তে মিলল শতাধিক ডিমের খোসা

আদালত ভবনে ২১ গোখরা, মেজে খুঁড়তে মিলল শতাধিক ডিমের খোসা

by Shohag Ferdaus
গোখরা

বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ২১টি গোখরা সাপের বাচ্চা পাওয়া পরে ভবনের মেঝে খুঁড়ে শতাধিক ডিমের খোসা উদ্ধার করা হয়। যদিও উদ্ধার করার সময় সাপের বাচ্চাগুলো মেরে ফেলা হয়।

১৮ এপ্রিল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় কয়েকজন সাপুড়ের সহায়তায় এসব সাপের বাচ্চা ও ডিমের খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কামাল হোসেন জানান, সকালে আদালতের কাজে অফিসে প্রবেশের সময় পায়ের কাছ থেকে একটি সাপ দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর আরও কয়েকটি সাপ আদালত ভবনের মেঝেতে চলাচল করতে দেখা যায়। বিষয়টি আদালতের বিচারক সুব্রত মলি­কে জানানো হয়। এ সময় তিনি আদালতে তার কক্ষে ছিলেন। এরপর তিনি বের হয়ে কয়েকটি সাপের বাচ্চা দেখে আতঙ্কিত হন। পরে আমরা নিরুপায় হয়ে সাপুড়েকে খবর দিলে তারা এসে ২১টি গোখরা সাপের বাচ্চা ভবনের বিভিন্ন স্থান থেকে বের করে মেরে ফেলেন।

তিনি আরও বলেন, মাস খানেক আগেও আদালত চলাকালীন বিচারকের এজলাসের চৌকির নিচ থেকে দুটি বড় গোখরা সাপ মারা হয়।

গোখরা

আদালত ভবনে দায়িত্বরত পুলিশ সদস্য মো. হাসান বলেন, আদালত ও এখানে থাকা মূল্যবান কাগজপত্রের নিরাপত্তার জন্য আমরা এখানে রাত্রিও যাপন করি। ভাবতে অবাক লাগে, এতোগুলো বিষধর সাপের সঙ্গে আমরা একসঙ্গে থেকেছি।

তিনি আরও বলেন, এই আদালত ভবনে বিচারপ্রার্থীরা আসেন। আসেন আইনজীবীরাও। পুলিশ হেফাজতে থাকা আসামিদেরও আনা হয় এখানে। এতো মানুষের মধ্যে যদি কোনো একজনকে সাপ দংশন করতো তাহলে কী অবস্থা হতো একবার ভেবে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এই জন্য লাখো শুকরিয়া।

স্থানীয় সাপুড়ে দুলাল বলেন, সাপের বাচ্চাগুলো বিষধর গোখরা সাপের বাচ্চা। ভবনের মেঝের নিচে গর্তে সাপ ডিম দিয়ে সেখানে বাচ্চা করেছে। ভবনের মেঝের বিভিন্ন স্থানে ফাটল থাকায় সে ফাটল দিয়ে এখন বাচ্চাগুলো ওপরে চলাচল করছে।

তিনি আরও বলেন, এখানে এখনো অসংখ্য সাপের বাচ্চার সঙ্গে বড় সাপও আছে। তাই ভবনটিকে নিরাপদ করতে সাপ ধরার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: সাপের জন্যে সেতু নির্মাণ, বাড়ছে পর্যটক আকর্ষণ

ভয়েস টিভি/এসএফ

You may also like