Home সারাদেশ নারায়ণগঞ্জে কটশিটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে কটশিটের গোডাউনে আগুন

by Mesbah Mukul

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি কটশিটের গোডাউন ও আশপাশের কয়েকটি দোকানে আগুন লেগেছে। মুহূর্তেই জেলা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারফাইটার তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু বলা যাচ্ছে না।

ভয়েসটিভি/এমএম

You may also like