Home সারাদেশ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

by Shohag Ferdaus
যুবক নিহত

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শাহারুল মজুমদার ইরান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের অন্য আরোহী ও বাসযাত্রীসহ ১০ জন আহত হয়েছে। নিহত ইরান মজুমদার সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নূর জালাল মজুমদারের ছেলে।

১৯ ডিসেম্বর শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপালগঞ্জের সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তুতবাটি সংযোগ সড়ক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেলে করে দুই জন মহাসড়কে উঠছিলেন। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রিবাহী বাস ওই স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও বাসের সংর্ঘষ হয়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। মোটরসাইকেল চালক ও আরোহীসহ বাসের ১১ যাত্রী আহত হয়। গুরুতর আহত দুজকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরান মজুমদারকে মৃত ঘোষণা করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like