Home জাতীয় অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যা: সাজা কমলো ৩ আসামির

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যা: সাজা কমলো ৩ আসামির

by Newsroom
পাসপোর্টধারীদের

প্রায় দুই দশক আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

৬ অক্টোবর মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ভার্চুয়াল কোর্টে এই রায় দেন। রায়ের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সর্বোচ্চ আদালতে আমৃত্যু সাজার আদেশ পাওয়া এই তিন আসামি হলেন- তসলিম উদ্দীন ওরফে মন্টু, মোহাম্মদ আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর। তিনজনই জামায়াত-শিবিরের কর্মী।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। আসামিদের মধ্যে আলমগীর কবিরের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মন্টু ও আজমের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত বলেন, ‘আজ শর্ট অর্ডার হয়েছে। আসামিদের সাজা কেন কমিয়ে দেয়া হয়েছে তা পুরো রায় বের হলে জানা যাবে।’

আপিল বিভাগের রায় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তার স্ত্রী উমা মুহুরী। তবে তিনি হতাশার সুরে বলেন, ‘আমার কিছু বলার নেই।’

রায়ের পর উমা মুহুরী বলেন, ‘হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড বহাল ছিল। এখন আপিল বিভাগ আসামিদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমার বলার কিছু নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উমা মুহুরী বলেন, ‘যার এ রকম হয়েছে, যারা প্রিয়জন হারিয়েছেন, তারাই কেবল জানেন কষ্ট কী!’

২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর বাসায় ঢুকে তাকে হত্যা করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০০৩ সালের জানুয়ারিতে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই বছরের ৬ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। বিচারিক আদালতের রায়ে অপর চারজন খালাস পান।

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৬ সালের জুলাই মাসে হাইকোর্ট রায় দেন। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড বহাল থাকে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক আসামির আপিল ও দুই আসামির জেল আপিলের ওপর গত ২৯ সেপ্টেম্বর আপিল বিভাগে শুনানি শেষ হয়। আজ রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

আরও পড়ুন- আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী জব্বারের মৃত্যু

ভয়েস টিভি/ডিএইচ/এসএফ

You may also like