4
ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাহিদ হাসানকে (১৮) গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত নাহিদ হাসান সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
২২ নভেম্বর রোববার সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বালিয়া গ্রাম থেকে নাহিদকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ বলেন, গত ৭ আগস্ট দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামের রবিউলের পুকুরে একই এলাকার ৯ বৎসরের এক শিশু গোসল করতে যায়। এ সময় নাহিদ শিশুকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পরদিন শিশুর মা (৮ আগস্ট) নাহিদকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে আসামীকে গ্রেফতারে র্যাব-১৪ এর একটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালান। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বালিয়া গ্রাম থেকে নাহিদকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ রবিবার দুপুরে নাহিদকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করার পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভয়েস টিভি/ডিএইচ