Home সারাদেশ গৌরনদীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগে আটক ২

গৌরনদীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগে আটক ২

by Newsroom

বরিশালের গৌরনদীতে বাসায় ঢুকে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এতে তার বাম হাতের রগ এবং আঙ্গুল কেটে গেছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরদী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আহত রাসিক হাওলাদার (১৬) খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও প্রবাসী নজরুল হাওলাদারের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাসিক হাওলাদার তার এক মেয়ে সহপাঠীকে নিয়ে গত বৃহস্পতিবার সকালে সুন্দরদী এলাকায় তার নানা বাড়ি বেড়াতে যায়। মেয়ে সহপাঠীকে নিয়ে বেড়াতে যাওয়ার ঘটনায় পাশের বাসার রফিক সরদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে অন্যান্য সহযোগীদের নিয়ে তাকে কুপিয়ে জখম করে রফিক।

এতে তার বাম হাতের রগ, হাড় ও চারটি আঙুলের আশিংক কেটে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ওই ছাত্রের মামা আকবর হাওলাদার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামির মা রানু বেগম ও শাখাওয়াত হোসেন কামরুল নামে দুজনকে আটক করে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, শুক্রবার দুপুরে আটকদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like