Home সারাদেশ গফরগাঁওয়ে গ্যাসের চুলার আগুনে বৃদ্ধার মৃত্যু

গফরগাঁওয়ে গ্যাসের চুলার আগুনে বৃদ্ধার মৃত্যু

by Newsroom
কৃষককে

ময়মনসিংহের গফরগাঁওয়ে সখিনা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে পুড়ে মারা গেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মৃত হালিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। বিকালে খাবার গরম করতে ঘরের ভিতরে গ্যাসের চুলায় আগুন জালান। এ সময় গ্যাসের চুলার আগুন বৃদ্ধার কাপড়ে ধরে যায়। পরে তিনি চুলার আগুন নেভাতে পারলেও শরীরের আগুন নেভাতে পারেননি। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত সখিনার নাতি সাব্বির জানান, আমরা বাসায় না থাকায় দাদি গ্যাসের চুলায় আগুন ধরিয়েছিল। বয়স বেশি হওয়ায় শরীরে আগুন লেগে তিনি নেভাতে পারেননি। তাৎক্ষণিক জানতে পেরে বাসায় এসে দেখি দাদি মারা গেছেন।

আরও পড়ুন : ‘শিক্ষার দ্রুত মান উন্নয়নে বাংলাদেশ বিশ্বে মডেল‘

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like