জামালপুর শহরের বিভিন্ন এলাকায় গ্যাস লাইনের লিকেজ দেখা দেয়ায় আতঙ্কে রয়েছে মানুষ। এছাড়া, শহরের প্রধান সড়কে সংযোগ মেরামতের পর সেখান থেকে গ্যাসের রাইজার সরানো হয়নি। ফলে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে শহরবাসী।
জামালপুর পৌরসভায় তিতাস গ্যাসের আবাসিক গ্রাহক রয়েছে সাড়ে ৬ হাজারের মতো। এছাড়া, একটি সিএনজি স্টেশন, একটি শিল্প কারখানা ও ২১ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ রয়েছে। শহরের বসাকপাড়া, বোসপাড়া, চামড়াগুদাম ও কাচারীপাড়া মোড়ে গ্যাস লাইনে লিকেজ দেখা দেওয়ায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, ৭/৮ বছর ধরে এই সমস্যা চলছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও কোনো উদ্যোগ নেয়নি তারা। এছাড়া, শহরের প্রধান সড়কে গ্যাসের রাইজার ফেলে রাখায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। ঝুঁকিমুক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি তাদের।
লিকেজ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জামালপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. শাহাজান আলী।
ভয়েসটিভি/এএস