Home সারাদেশ কুড়িগ্রামে পুলিশ মুক্তিযোদ্ধা গ্রন্থাগার উদ্বোধন

কুড়িগ্রামে পুলিশ মুক্তিযোদ্ধা গ্রন্থাগার উদ্বোধন

by Shohag Ferdaus
উদ্বোধন

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও গ্রন্থাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রংপুর আরআরএফ কমান্ড্যান্ট মেহেদুল করিম পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, আব্দুল হাই বীর প্রতীক, সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সলিডারিটি নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য আমরা গর্ব অনুভব করি। কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের পাশে থাকবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনাকে সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।

পরে জেলার ১৩৭ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like