Home সারাদেশ দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

by Shohag Ferdaus
গ্রাফিতি

চুলে ঝুঁটি বাঁধা একটি মেয়েশিশু দা হাতে অ্যাকশন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নির্যাতিতা মেয়েটি নিজেই প্রতিবাদ কিংবা প্রতিশোধ নিতে আগ্রাসী হয়ে উঠেছে। ধর্ষিতা শিশু আর নারীদের জেগে ওঠার বার্তা ছড়িয়ে দিতেই এমন গ্রফিতি।

সামাজিক বার্তা ছড়িয়ে দেয়ার একটি শিল্পিত মাধ্যম হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যবহার দেখা যায়। নিকট অতীতে দিল্লির ধর্ষণবিরোধী আন্দোলন, যুক্তরাষ্ট্রে অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন, ইসরায়েলবিরোধী আন্দোলন কিংবা সম্প্রতি যাদবপুরে শিক্ষার্থী নিগ্রহের প্রতিবাদে ‘হোক কলরব’ আন্দোলনে প্রতিবাদের মাধ্যম হিসেবে গ্রাফিতির ব্যবহার দেখা যায়।

ফেনীর পাঠানবাড়ী সড়কে লিও ক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধায় আঁকা হয়েছে এই প্রতিবাদী দেয়ালচিত্র।

দেয়ালচিত্রটিতে ছবির চেয়ে ভাষার দিকে মনোযোগ বেশি। এই গ্রাফিতিকে আঁকিয়েরা সামাজিক স্লোগান হিসেবে বার্তা দিচ্ছেন।
দেয়ালে আঁকা চিত্রটি দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলা শিশু ধর্ষণের প্রতিবাদে জেগে উঠার বিষয়টিকে ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী

ভয়েস টিভি/এসএফ

You may also like