Home জাতীয় গ্রামে না যেতে স্বাস্থ্য অধিদফতরের অনুরোধ : তোয়াক্কা করছে না কেউ

গ্রামে না যেতে স্বাস্থ্য অধিদফতরের অনুরোধ : তোয়াক্কা করছে না কেউ

by shahin

ভয়েস রিপোর্ট : করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ঈদে গ্রামের বাড়ি না যেতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে ঈদের ছুটিতে সেই অনুরোধের তোয়াক্কা যেনো করছে না্ কেউ । স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যে যেখানে আছেন, তাকে সেখানেই অবস্থান করার জন্য । স্বাস্থ্য অধিদফতরের মতে , গ্রামে যাওয়ার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে।আক্রান্ত হতে পারে বিশাল জনগোষ্ঠি । গত ২২ মে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ জানান । এর আগেই বহু বার স্বাস্থ্য অধিদফতর থেকে সংক্রামন এড়াতে মুভমেন্ট কম করার অনুরোধ জানানো হয়েছিলো ।

তবে সরজমিনে ঢাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে ঈদের ছুটিতে । হাজার হাজার মানুষ ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার,জিপ, মাইক্র নিয়ে বেড়িয়ে গেছে দেশের বাড়ির উদ্দ্যেশ্যে । অনেক ভাড়া করা গাড়ী নিয়ে বেড়িয়ে পেড়েছ ।

You may also like