Home ভিডিও সংবাদ সব শহরের শেষেই আছে গ্রাম

সব শহরের শেষেই আছে গ্রাম

by Newsroom

রাজধানী ঢাকার অদূরে আছে অসংখ্য গ্রাম। ভয়েস টেলিভিশন আপনাদের দেখাবে ঠিক গ্রাম নয়; গ্রামীণ কিছু মনোরম দৃশ্য।

ব্যস্ততম ঢাকার সড়কগুলো পার হতেই চোখ জুড়ানো অনেক কিছু সামনে আসতে পারে। যা অনেকেরই অজানা। অনেকে ভাবতেই পারেন- তার বা তাদের গ্রাম খুব সুন্দর।

অথচ কিছুটা সময় বাস কিম্বা প্রাইভেট কারে দেখে আসতে পারেন গ্রামের প্রতিচ্ছবি। যা আপনার শৈশব বা কৈশরকে নাড়া দিতে পারে।

জলাধার আর সবুজ কার না ভালোলাগে। যদি হয় সাপ্তাহিক ছুটির দিন। ঘুরে আসাই যায়- নারায়ণগঞ্জ।

অবশ্য এই জায়গাগুলো ঢাকার শেষ এবং নারায়ণগঞ্জের শুরুতেই। সবই আছে এখানে। কিছুটা ইট পাথরের আস্তর থাকলেও জলাধারগুলো সত্যিই মন ভরিয়ে দেবে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like