Home প্রবাসী ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গ্রিস যুবলীগের স্মারকলিপি

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গ্রিস যুবলীগের স্মারকলিপি

by Shohag Ferdaus
স্মারকলিপি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গ্রিসে মানববন্ধনে এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

সম্প্রতি গ্রিস যুবলীগের আহ্বায়ক ও গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির রচয়িতা কামরুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসে এ স্মারকলিপি দেয়া হয়।

এ সময় দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ স্মারকলিপি বাংলাদেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন।

এর আগে মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক কামরুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনে আন্দোলন সংগ্রাম করেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। যে বাংলাদেশ হবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান সবার। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু আমরা কী দেখতে পাই, অর্থের বিনিময়ে ধর্ম প্রচার করা মুমিনুল হকরা একেক সময় একেক রকম ফতোয়া দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে শান্তি বিনষ্ট করে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের আবেগ। বঙ্গবন্ধুকে নিয়ে কোনোরকম আপস করতে আমরা শিখিনি। ভাস্কর্য ভাঙচুর ও হুকুমদাতাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হোক।

মানববন্ধনে গ্রীস যুবলীগ ও এথেন্স মহানগর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like