Home সারাদেশ গ্রেড উন্নতিকরণের দাবিতে চুয়াডাঙ্গায় কালেক্টরেট সমিতির কর্মবিরতি

গ্রেড উন্নতিকরণের দাবিতে চুয়াডাঙ্গায় কালেক্টরেট সমিতির কর্মবিরতি

by Newsroom

পদবি পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণের দাবিতে চুয়াডাঙ্গায় কালেক্টরেট সহকারি সমিতির সদস্যরা টানা কর্মবিরতি অব্যাহত রেখেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

গত ১৫ নভেম্বর থেকে একযোগে জেলার চারটি উপজেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি চলাকালে প্রতিদিন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও সমাবেশ করছে বলে জানা গেছে।

এদিকে জেলা প্রশাসনসহ জেলার চারটি উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতির কারণে সেবাগ্রহীতার চরম দূর্ভোগে পড়েছেন।

আন্দোলনকারীরা বলছেন, জেলা প্রশাসন, উপজেলা ও ভূমি অফিসে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতিকরণের দাবিতে ২০০১ সাল থেকে আন্দোলন চলে আসছে। ২০১১ সালের ১৬ জুন মাননীয় প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্লান্ত সার সাংক্ষেপ অনুমোদনও দিয়েছে। কিন্তু গত ৯ বছরে তা বাস্তবায়িত হয়নি। এতে করে তৃর্ণমূলের কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। আর এ কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতি পালন করা হচ্ছে।

কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও আমাদের দাবি পূরণ না হওয়ার ঘটনাটি দুঃখজনক। একই গ্রেডের প্রাথমিক শিক্ষক, সমাজসেবা, পুলিশ বিভাগ, পরিসংখ্যান, অডিট, কৃষি ও প্রাণী সম্পদসহ জেলা প্রশাসনের অধিনে তহসিলদার ও সহকারী তহসিলদারদের গ্রেড পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিমাতা সূলভ আচারণ করা হচ্ছে।

সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, নিয়মিত সময়সূচির বাইরেও আমরা রাতদিন পরিশ্রম করি। আমরা চাই মাঠ প্রশাসন থেকে সাধারণ মানুষকে সেবা দিতে। কিন্তু আমাদের যৌক্তিক ও ন্যায় সংগত দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like