Home বিশ্ব কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেপ্তার

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেপ্তার

by Newsroom
গ্রেপ্তার হলেন

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে এনডিটিভি।

১ অক্টোবর  বৃহস্পতিবার দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে,  ভারতের উত্তর প্রদেশ হাথরসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ চলছে। বুধবার মুম্বাইতে মোমবাতি মিছিল করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেসের এই কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছিল যোগী সরকার।

এরমধ্যে সেই তরুণীর বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। এতে সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ হওয়ায় কনভয় হাইওয়েতে আটকে দেয় পুলিশ। কিন্তু এরপরও রাহুল-প্রিয়াঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে রওনা দেন হাথরসের দিকে।

এ সময় ভারত পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রাহুলকে গ্রেপ্তার করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশে হাতারাস এলাকায় ওই নারীকে ধর্ষণ ও নিপীড়ন চালায় উচ্চবর্ণ হিন্দুদের চার ব্যক্তি। ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার  সকালে দিল্লির সফদর জং হাসপাতালে মারা যান ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই তরুণী।

অথচ ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের কথা উল্লেখ করেনি চিকিৎসকরা। বলা হয় গলার ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার ধর্ষককে।

ভয়েস টিভি/টিআর

You may also like