Home শিক্ষাঙ্গন ইবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু: মূল হোতা গ্রেফতার

ইবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু: মূল হোতা গ্রেফতার

by Shohag Ferdaus
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত জামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ অক্টোবর বুধবার সকালে পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ভোরে মাগুরা জেলার ভায়না মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিরুল শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের কনির উদ্দিনের ছেলে ও তিন্নীর মেজো বোন ইফফাত আরা মিন্নীর সাবেক স্বামী।
তিন্নীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামরার তদন্ত কর্মকর্তা মহসিন হোসেন জানান, তিন্নীর মৃত্যুর ঘটনায় মায়ের দায়ের করা মামলার প্রধান আসামি জামিরুলকে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে ভোরে গ্রেফতার করা হয়েছে।
শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নীর ওপর নির্যাতন ও পরে তার রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। সে একটু পরপরই স্থান পরিবর্তন করছিল। মাগুরার ভায়না মোড় দিয়ে কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় শৈলকূপা থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এর আগে মঙ্গলবার তিন্নির ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি বলে জানান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার।

তিনি বলেন, তিন্নির ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আর এটি ছিল আত্মহত্যা। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট থানায় হস্তান্তর করেছেন।

এর আগে ১ অক্টোবর রাতে বড় বোন মিন্নির সাবেক স্বামী একই গ্রামের কনুরুদ্দীনের ছেলে জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা প্রবেশ করে হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে রাত ১২টার দিকে তিন্নির শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

পরিবারের দাবি, তিন্নি ধর্ষণের শিকার হয়ে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন: ইবি ছাত্রীর মৃত্যু: বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ

ভয়েস টিভি/এসএফ

You may also like