Home বিশ্ব ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজার, শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার

২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজার, শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার

by Mesbah Mukul
করোনা

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৬৪২ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৫২৩ জন।

মঙ্গলবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৪৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৪৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৪ কোটি ২ লাখ ১৮ হাজার ৫০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ৫ কোটি ৫৮ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৯ হাজার ৫৬৮ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৩৭ জনের। আর সুস্থ হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬০৮ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৭৮৯ জনের। মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৪ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, আর্জেন্টিনা, স্পেন ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার পাঁচজন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।

ভয়েসটিভি/এমএম

You may also like