Home বিশ্ব বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজার, শনাক্ত ৪ লাখ ৬ হাজার

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজার, শনাক্ত ৪ লাখ ৬ হাজার

by Mesbah Mukul

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে বেড়েছে সুস্থ রোগীর পরিমাণ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৫ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হিসেবে নতুন করে সংক্রমিত হয়েছে ৪ লাখ ৬ হাজার ২৩৫ জন। আর চিকিৎসা শেষে সেরে উঠেছেন ১৫ লাখ ৫৮ হাজার ১১৪ জন।

মঙ্গলবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ ২১ হাজার ৪৬৮ জনের। আর এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে সংক্রমিত হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫৪৪ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১১৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮৯৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৮৪ হাজার ৭৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৫০৯ জন।

করোনায় ভারতে সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জনের। আর সেরে উঠেছেন ৩ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৭৮৫ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৩৮৪ জনের। মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৭৬৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লাখ ৬২ হাজার ৪৬ জন।

তালিকায় এরপরে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও কলম্বিয়া।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯২৬ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

ভয়েসটিভি/এমএম

You may also like