Home জাতীয় ঘন কুয়াশায় বন্ধ ফেরি সাড়ে ছয় ঘণ্টা পর চালু

ঘন কুয়াশায় বন্ধ ফেরি সাড়ে ছয় ঘণ্টা পর চালু

by Newsroom
ঘন কুয়াশায়

ঘন কুয়াশায় দুই দফায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পদ্মায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে  দুর্ভোগে পড়া যাত্রী ও চালকদের মনে স্বস্তি ফিরলেও যানজট কমতে বেশ সময় লাগতে পারে বলে জানা গেছে।

১৬ জানুয়ারি শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কিন্তু সকাল ৭টার দিকে আবারও বন্ধ হওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এতে করে নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়ে শতশত যানবাহন।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে ওই সময় থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে রোববার ভোর পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হলে সকাল ৭টার দিকে আবারও কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হলে সকাল ৭টার দিকে আবারও কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

তিনি বলেন, বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like