Home সারাদেশ ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৫ দিনের শিশু উধাও

ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৫ দিনের শিশু উধাও

by Amir Shohel

সাতক্ষীরায় দিনেদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৫ দিন বয়সী একটি শিশু চুরি হয়ে গেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম সোহান হোসেন। সে ওই গ্রামের সোহাগ হোসেন ও ফাতেমা খাতুন দম্পতির সন্তান।

শিশুটির মা ফাতেমা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখেন ছেলে পাশে নেই। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে খুঁজে পাননি।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সন্ধ্যার পর ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে রয়েছে পুলিশ।

তিনি বলেন, ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তৎপর হয়ে কাজ করছে। আশা করছি দ্রুতই শিশুটিকে খুঁজে পাওয়া যাবে।

ভয়েসটিভি/এএস

You may also like