Home সারাদেশ বন্ধুর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু

by Shohag Ferdaus
ছাত্রীর সঙ্গে

পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দের জেরে বন্ধুর ঘুষিতে রাজ্জাক মাঝি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওই স্কুলছাত্র সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে ও স্থানীয় রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুলছাত্র স্থানীয় বৌদ্ধবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় খেলা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক মাঝি তার বন্ধু মেহেদি হাসানকে গালি দেয়। তখন মেহেদি তাকে ঘুষি দিলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পৌনে ১১টার দিকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার নিজাম উদ্দিন জানান, ওই স্কুলছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, হামলাকারী মেহেদি হাসান একই এলাকার ফোরকান হোসেনের ছেলে। সে স্থানীয় রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বন্ধুদের সঙ্গে খেলার সময় এ ঘটনা ঘটেছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like