Home বিশ্ব যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাড়ে ৫ লাখ মানুষ অন্ধকারে

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাড়ে ৫ লাখ মানুষ অন্ধকারে

by Shohag Ferdaus
যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় স্যালি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঙ্গরাজ্য আলাবামা ও ফ্লোরিডা। দুই রাজ্যের সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

১৬ সেপ্টেম্বর বুধববার স্থানীয় সময় ৪টার দিকে ১৬৯ কিলোমিটার বেগে আঘাত হানে এই গ্রীষ্মকালীন মৌসুমি ঝড়। ২ মাত্রার হ্যারিকেনে দেখা দিয়েছে বন্যা। হ্যারিকেনের তাণ্ডবে ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে উপকূলীয় অঞ্চলের অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্র মতে, প্রবল বাতস এবং ভারী বর্ষণে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্ধকারে রয়েছে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, মৌসুমি ঝড়ের কবলে ফ্লোরিডা এবং আলাবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ বলছে, রাজ্যর বহু মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।

পেনসাকোলার দমকল বাহিনীর প্রধান গিনি ক্রেনর সিএনএন-কে বলেন, চার মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এই ঝড়ে চার ঘণ্টাতেই সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

ঝড়ের তাণ্ডবে লুইজিনিয়াতেও পানি বাড়ছে। সবাইকে নিরাপদে থাকার নির্দেশে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লুইজিয়ানা এবং মিসিসিপি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like