Home জাতীয় চট্টগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৯

চট্টগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৯

by Newsroom

চট্টগ্রামে পোশাক শ্রমিক বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে অন্তত নয়জন গুরুতর আহত হয়েছে। আহতরা আনোয়ারা উপজেলার কুরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক বলে জানা গেছে।

১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা থানার সরকারহাটের তৈলারদ্বীপ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শফিক আহম্মদের দুই মেয়ে রোজীনা আকতার (২৫) ও হাবিবা আকতার (১৮), একই উপজেলার শাহাবুদ্দিনের স্ত্রী জাহারানা বেগম (২৪) এবং একই উপজেলার রুপক দের স্ত্রীর চম্পা দাশ (২৪)। এছাড়া নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২) ও মনোয়ারা বেগম (২৭) আহত হন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, সকাল সোয়া ৯টার দিকে নয়জন পোশাক শ্রমিককে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তারা সবাই বাঁশখালী উপজেলার বাসিন্দা ও আনোয়ারা কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আহতরা সবাই আশঙ্কামুক্ত। মেডিকেলের ২০ ও ২৪ নম্বর ওয়ার্ডে তাদের সবার চিকিৎসা চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like