Home সারাদেশ চট্টগ্রামে ভয়ঙ্কর রূপে ফিরছে করোনা

চট্টগ্রামে ভয়ঙ্কর রূপে ফিরছে করোনা

by Shohag Ferdaus

চট্টগ্রামে ভয়ঙ্কর রূপে ফিরছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। শীত না বাড়লেও প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার। এবার তা প্রায় স্পর্শ করেছে ২ শর ঘর। নতুন শনাক্ত হয়েছেন ১৯৭ জন করোনা রোগী। একই সঙ্গে চট্টগ্রাম নগরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।

চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৩ হাজার ৪১৯ জন। এর মধ্যে নগরের রোগী ১৭ হাজার ৪৭৩ জন এবং ৫ হাজার ৯৪৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩১২ জন, যার ২১৮ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। অন্যদিকে ১৯ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৯২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ২০ নভেম্বর শুক্রবার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি নয়টি ল্যাবে এক হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের দেহে। এর মধ্যে ১৭৮ জন নগরের এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নগরে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা পরীক্ষা করোনা করা হয়। তাতে দিনের সর্বোচ্চ ১০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে ১১ জনের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ২টি নমুনা পরীক্ষা করে ১ জনের পজিটিভ এসেছে।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনার জীবাণু পাওয়া যায় ৩৫ জনের দেহে।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের করোনা পরীক্ষা করে ১৬ জন করোনা শনাক্ত হন।

বেসরকারি পর্যায়ে চট্টগ্রামে নতুন যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

আরও পড়ুন: ইতালিতে ফের করোনার হানা : দায়ী করা হচ্ছে প্রবাসীদের

ভয়েস টিভি/এসএফ

You may also like