১৯৭৬ সালে বাংলা চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে যাত্রা করেছিলেন রোজিনা । এরপর প্রধান চরিত্রে অবস্থান গড়ে নিতে খুব বেশি বেগ পেতে হয় নি ঢাকাই চলচ্চিত্রের একসময়কার অভিনেত্রী রোজিনাকে। এরপর একের পর এক দর্শক নন্দিত চলচ্চিত্রের মন জয় করেছেন ঢাকাই সিনেমার দর্শকদের।
দীর্ঘদিন ধরেই পর্দায় নেই একসময়কার এই নন্দিত অভিনেত্রী। এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। জীবনে প্রথমবারের মত নির্মাণ করবেন চলচ্চিত্র, নাম ‘ফিরে দেখা’। আর এটি নির্মিত হচ্ছে চলতি অর্থবছরের সরকারি অনুদানে।
আরও পড়ুন- “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পোস্টার রিলিজ করলো শাপলা মিডিয়া
করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্মাণযজ্ঞে এসেছে বিলম্ব। চলচ্চিত্রটির একটি গানের শুটিং দিয়ে শুরু হতে যাচ্ছে নির্মাণ কাজ।
‘ফিরে দেখা’ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘আসলে দর্শক আমাকে পরিচালকের ভুমিকায় কখনও দেখেনি। সারাজীবন তারা আমাকে পর্দার সামনে দেখেছে। সত্যি বলতে জীবনে প্রথম ক্যামেরার পেছনে দাঁড়িয়ে একটু ভয় ভয় লাগছে। কারণ অভিনেত্রী হিসেবে একটা দায়বদ্ধতা তো রয়েছেই। দর্শক অভিনেত্রীর নির্মাণে চলচ্চিত্র ভেবেই হয়ত আশাটা একটু বেশি রাখবে। তাই নিজের সবটুকু মেধা ঢেলেই আমি এই চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করবো’।
চলচ্চিত্রটি স্বাধীনতা যুদ্ধের আগ থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত একটি পরিবারের গল্পে নির্মিত বলেও জানান তিনি। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি।
গত এক যুগ থেকে নিয়মিত নাটক পরিচালনা করছেন এ চিত্রনায়িকা। দীর্ঘদিন অভিনয়েও ছিলেন না। এ ছবির মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার পাশাপাশি অভিনয়েও ফিরছেন রোজিনা।
ভয়েস টিভি/ডিএইচ