চলছে দেশের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন চলচ্চিত্র গ্যাংস্টারের শুটিং।
৩০ জানুয়ারি শনিবার থেকে বর্তমান সময়ের সুপারহিট নায়ক শান্ত খানকে নিয়ে নির্মাতা শাহীন সুমন সিনেমাটির শুটিং শুরু করেছেন।
গাজীপুরের হোতাপাড়ায় শনিবার সকাল থেকে শুরু হয় গ্যাংস্টার এর শুটিং। সেট থেকে নায়ক শান্ত খান জানালেন, প্রথম লটে শুটিং তিনদিন। সিনেমার গ্যাংস্টার তিনি নিজেই। গল্পটিও তার উপর বেজ করেই এগুবে বলেও জানান তিনি।
পরিচালক শাহীন সুমন বলেন, আন্ডারওয়ার্ল্ডে যা যা হয় ওই গল্পই ফুটে উঠবে গ্যাংস্টার চলচ্চিত্রে। এখানে কোনো নকলের অস্তিত্ব থাকবে না। অ্যাকশন, থ্রিলার স্বাদের ছবি হবে গ্যাংস্টার। শান্ত’র কাজের প্রতি চেষ্টা অনেক। তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যতে সিনেমায় তিনি আরও ভালো করবে বলে মনে করেন এই নির্মাতা।
শান্ত ছাড়াও গ্যাংস্টার চলচ্চিত্রে অভিনয় করছেন- সাইমন সাদিক, মাহিয়া মাহিসহ এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা। তারাও চলচ্চিত্রটি নিয়ে অনেক আশাবাদী। বিগ বাজেটের এই চলচ্চিত্রে অভিনয় করতে পেরে খুশির কথাও জানান তারা।
আগামী কোরবানির ঈদকে সামনে রেখে বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করছেন দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
ভয়েসটিভি/এএস