Home সারাদেশ চলনবিলে শিকারী থেকে শতাধিক পাখি অবমুক্ত

চলনবিলে শিকারী থেকে শতাধিক পাখি অবমুক্ত

by Mesbah Mukul

নাটোরের শিকারীদের কাছ থেকে শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ও ব্রাক্ষ্মণবাড়িয়া মাঠে বক ও অন্যান্য পাখি উদ্ধার করে মুক্ত করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় গণমাধ্যামকর্মীরা জানান, শিকারীদের কাছ থেকে পানকৌড়ি, বালিহাঁস, ভূতিহাঁস, বক পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক  উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২০টি বক রয়েছে। এসময় শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা জানান, পাখি শিকার আইনত দণ্ডনীয়। তারপরও কিছু অসাধু ব্যক্তি পাখি শিকার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারী, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক মোল্লা, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ আরো অনেকের উপস্থিতে অবশিষ্ট বক পাখিসহ প্রায় শতাধিক পাখি আকাশে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন : প্রকাশ্যে বিক্রি হচ্ছে বন্যপাখি

ভয়েসটিভি/এমএম

You may also like