Home বিনোদন চাঁদপুরের উদীয়মান শিল্পী শিবা দাস আর নেই

চাঁদপুরের উদীয়মান শিল্পী শিবা দাস আর নেই

by Newsroom

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুর শহরের উদীয়মান কণ্ঠ ও যন্ত্র শিল্পী শিবা দাস মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।

শিবা দাস চাঁদপুর শহরে নাল,তবল ও ড্রামস বাদক হিসেবে পরিচিত ছিলেন। ছোট  থেকেই প্রয়াত পিতা কার্তিক দাসের হাত ধরে সাংস্কৃতিক অঙ্গনে আসে শিবা। মৃত্যুর আগ পর্যন্ত চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক বিভাগের সদস্য ছিলেন। শিবা দাসের পিতা কার্তিক দাসও চাঁদপুর শহরের একজন প্রসিদ্ধ কণ্ঠ শিল্পী ছিলেন।

শিবা দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী,সদস্য সচিব ইয়াহিয়া কিরন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ,সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি বিশিষ্ট কণ্ঠ শিল্পী রূপালী চম্পক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি এডঃ বদিউজ্জামান কিরন, সাধারন সম্পাদক এডঃ আমির উদ্দিন ভুইয়া মন্টু, কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, তাহমিনা হারুন, ইতু চক্রবর্তী, মৃণাল সরকার, এ্যাড. বিশ্বজিৎ কর রানা, শুভ্র রক্ষিত, রাজিব চৌধুরী, এম এইচ বাতেন, সাদ্দাম হোসেন রনি, আফসার বাবু, ফয়সাল রশিদ শাওন  প্রমুখ।

You may also like