Home সারাদেশ চাঁদপুরের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করলেন জুয়েল

চাঁদপুরের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করলেন জুয়েল

by Newsroom
চাঁদপুরের রাজনীতিতে

চাঁদপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

২৮ সেপ্টেম্বর সোমবার হঠাৎ করেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির নির্বাচন কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে আলোচনায় আসেন এই নৌকার মাঝি।

নৌকার প্রর্থীর হঠাৎ আগমনে ফুল দিয়ে বরণ করে নেন ধানের শীষের প্রার্থী আক্তার মাঝি।

ভ্রাতৃত্ব বোধ থেকে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে দেখা করেছেন বলে জানান নৌকার প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, ভোটের মালিক জনগণ। আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আমার দল আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে। জনগণ চাইলে তাদের ভোটে নির্বাচিত হবো। আমরা চাই সবার সঙ্গে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে। যেই বিজয়ী হোক পৌরসভার উন্নয়নে সবাই মিলে মিশে এক সঙ্গে কাজ করতে চাই।

নৌকার প্রর্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি দুজনই সাবেক  ছাত্রনেতা ছিলেন। এর মধ্যে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জনপ্রিয় সভাপতি। অপরদিকে বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি চাঁদপুর সরকারি কলেজের সাবেক নির্বাচিত ভিপি।

তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে অবাক হয়ে যান সবাই। এ চিত্র দেখে স্থানীয়রা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে এক দলের নেতার সঙ্গে অন্য দলের নেতাদের এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এটি সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলেও মনে করছেন ভোটাররা।

ভয়েস টিভি/টিআর

You may also like