চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়াডে চিকিৎসাধীন৩ জনের মৃত্যু হয়েছে একই দিনে । এদের মেধ্যে ২ জনের জনের মৃত্যু হয় চাঁদপুরে আর ১ জনের মৃত্যু হয়েছে হাজিগঞ্জ উপজেলায় । মারা যাওয়া ৩ জনে হাজীগঞ্জ উপজেলার।
হাজীগঞ্জের মকিমাবাদ এলাকার শাহাদাত হোসেন (৪০) রোববার রাত ৮ টায় মারা গেছেন। সন্ধ্যায় তিনি করোনায উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শাহাদাত বৈশাখী বাস কাউন্টারে চাকরি করতো। করোনা টেষ্টের জন্য তার স্যাম্পল( নমুনা ) নেয়া হয়েছে।
এর আগে রোববার সদর হাসপাতালের আইসোলেশনে দুইজন মারা গেছেন। এর মধ্যে বাকিলা সাতবাড়িয়া গ্রামের মোস্তফা কামাল (৫৫), সকাল ১০টা ৫০ মিনিটের সময় মারা যান। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন সকাল ১০ টায়।
বিকেল তিনটায় একই উপজেলার মকিমাবাদ এলাকা থেকে আব্দুল কাদের পাটওয়ারী (৬৫) করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তাকে অক্সিজেন দেয়ার কিছুক্ষন পরই তিনি মারা যান।
সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, করোনা টেষ্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে ।