চাঁদপুর: চাঁদপুর শহরের একটি ফার্মেসি থেকে প্রায় ১৮ লাখ টাকার ওষুধ চুরি হয়েছে। রাতের আধারে ফার্মেসি’র টিনের চাল কেটে এ চুরি করা হয়।
রবিবার রাত ৩ টার সময় জেলা শহরের কালিবাড়ি মোড় দোলা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চোর ফার্মেসির টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানো থাকা প্রায় ১৮ লাখ টাকার মূল্যবান ঔষধ নিয়ে যায়।
দেকানের সিসি টিভির ফুটেজে দেখা যায়, চোরের একটি দল রাত ৩টার দিকে দোলা ফার্মেসির টিনের চালা কেটে দোকানে ঢুকে মূলবান ঔষধ বস্তায় ভরে। পরে ক্যাশ থেকে টাকা নিয়ে রাতে ওই টিনের কাটা অংশটি দিয়ে ৪ টি বস্তা রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়।
দোলা ফার্মেসি মালিক দুদু মিয়া জানান, তার দোকান থেকে চোরের দল প্রায় ১৮ লাখ টাকার ঔষধ ও নগদ টাকা নিয়েছে।
মডেল থানাকে চুরির ঘটনাটি জানালে থানা পুলিশ এসে সিসিটিভির ফুটেজ নিয়ে যায় বলে জানায় ফার্মেস’র মালিক।
ভয়েস টিভি/ চাঁদপুর প্রতিনিধি/ টিআর