Home সারাদেশ চাঁদপুরে লঞ্চ-বাস চলাচলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না

চাঁদপুরে লঞ্চ-বাস চলাচলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না

by Newsroom

চাঁদপুর প্রতিনিধি: দীর্ঘ দুই মাস বন্ধের পর চাঁদপুর থেকে সারাদেশে লঞ্চ ও বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে ৭ যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চে দ্বিতীয়দিন সামাজিক দূরত্ব বজায়ে রাখার চেষ্টা থাকলেও যাত্রীদের চাপে তা মানানো যাচ্ছে না। অনেক যাত্রীও সামাজিক দূরত্ব মানছে না। লঞ্চ কর্তৃপক্ষও বিশেষ কোন ব্যবস্থা নেয়নি। লঞ্চে ছিলো না হ্যান্ডস্যানেটাইজার বা জীবানুনাশক স্প্রে।
এদিকে, যাত্রীবাহী দূরপাল্লার বাসও সকাল থেকে চাঁদপুর ছেড়ে যায়। সামাজিক দুরত্ব বজায় রেখে বাসগুলো ছেড়ে গেলেও, বাস কর্তৃপক্ষও বিশেষ কোন ব্যবস্থা করেনি। এসব বাসে জীবানুনাশক স্প্রে করতে দেখা যায়নি।

You may also like