Home সারাদেশ স্বাস্থ্য বিধি না মেনে লঞ্চ চলাচল শুরু

স্বাস্থ্য বিধি না মেনে লঞ্চ চলাচল শুরু

by Newsroom

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-ঢাকা নৌ-রুটে স্বাস্থ্য বিধি না মেনে শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। রোববার সকাল ৭:৩০ মিনিটে এমভি সোনারতরী এবং ১০:৩০ মিনিটে এমভি রফ রফ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রফরফ লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী উঠায় চাঁদপুর নৌ পুলিশ লঞ্চ থেকে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়। পরবর্তীতে এসব যাত্রী আরেকটি লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ১মাস ২৭ দিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরুর প্রথম দিন যাত্রীদের সংখ্যা কোন অংশে কম ছিলনা।
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কয়েকটি লঞ্চে বসার সিট না পেয়ে অনেক যাত্রী ছাদে বসে পরে।

You may also like