Home সারাদেশ চাঁদপুরে ৮ পুলিশসহ করোনায় আক্রান্ত ৪৬

চাঁদপুরে ৮ পুলিশসহ করোনায় আক্রান্ত ৪৬

by shahin

শেখ আল মামুন, চাঁদপুর
চাঁদপুরে নতুন করে আরো ১২ করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে । এর ফলে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬ এ । এর মধ্যে মারা গেছে ৪ জন । সুস্থ হয়েছেন ১২জন।

শনিবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ৪, মতলব উত্তরে ৫, কচুয়ায় ২, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন। উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, নতুন আক্রান্তদের মধ্যে আরো ৫জন পুলিশ সদস্য, ১জন ইউপি সচিব ও ১জন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮জন। নতুন আক্রান্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে ৪জন এসআই ও ১জন কনস্টেবল। তারাও চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। অর্থাৎ মডেল থানার ৫জন এসআই ও ৩জন কনস্টেবল এখন করোনায় আক্রান্ত।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করেনা নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত। তিনিসহ এখন জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জন।

You may also like