Home সারাদেশ চাঁদপুরে জাতীয় শোক দিবস পালন

চাঁদপুরে জাতীয় শোক দিবস পালন

by Newsroom
চাঁদপুরে

চাঁদপুর: চাঁদপুরের মতলেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিতি হয়।

মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এর আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ এডভোকেট নুরুল আমিন রুহুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক প্রমুখ।

এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভয়েস টিভ/চাঁদপুর প্রতিবেদক/টিআর

You may also like