Home ভিডিও সংবাদ চাঁদপুর পৌর নির্বাচনে নৌকার পক্ষে আওয়ামী লীগের পথসভা

চাঁদপুর পৌর নির্বাচনে নৌকার পক্ষে আওয়ামী লীগের পথসভা

by Newsroom
আওয়ামী লীগের পথসভা

এবার চাঁদপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে তারুণ্যের জোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের গণসংযোগ ও পথসভায় এই দৃশ্যেরই দেখা মিলে।

পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল।

পথসভা ও গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নেন চাঁদপুর জেলা সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সেলিম খান।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, চাঁদপুর পৌর নির্বাচনকে ঘিরে উৎসব আমেজ তৈরি হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নে আস্থা রেখে তরুণরা নৌকার প্রার্থীকে জেতানোর জন্য কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এই জনসংযোগে তারুণ্যের ঢল নেমেছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন- চাঁদপুর পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর মতবিনিময় সভা

ভয়েস টিভি/ডিএইচ

You may also like