Home সারাদেশ অটোরিকশা সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

অটোরিকশা সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

by Newsroom

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ব্যাটারি চালিত অটোরিকশায় সমিতির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ভুক্তভোগী অটোরিকশা চালকরা এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করে।

চালকরা জানান, বসুরহাট পৌরসভার ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও অটোরিকশা চালকদের কাছ থেকে বাধ্য করে ভর্তি ফি বাবদ ৩০০টাকা আদায় করে। এছাড়া প্রতি মাসে চালকদের ৩০০ টাকা করে আদায় করে।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীরের কাছে চাঁদাবাজির অভিযোগ এনে নয়জনের বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ দায়ের করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বিক্ষোভ সমাবেশে ব্যাটারী চালিত রিকশায় চাঁদাবাজির বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অটোরিকশা চালকরা তাদের কর্মসূচি স্থগিত করে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like