Home সারাদেশ চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন

by Newsroom

চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৪ মে সোমবার দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন।

এদিকে জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।

জেলা  প্রশাসন থেকে জানানো হয়, জরুরি সেবা ছাড়া লকডাউনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় কোন যানবাহন রাজশাহী ও নওগা থেকে চাপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাপাইনবাবগঞ্জ থেকেও কোন যানবাহন জেলার বাহিরে যেতে পারবে না।

সকল প্রকার দোকনপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলেও সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে নামাজে সর্বোচ্চ ২০ জন মুসুল্লী অংশ নিতে পারবেন।

এছাড়া আমের আড়ৎ বা বাজার পৃথক জায়গায় ছড়িয়ে বিক্রি করা যাবে। তবে বাগান থেকে আম ট্রাকে করে পাঠানো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহণ চালু থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত মা

ভয়েস টিভি/ডি

You may also like